২০০৫ সালের ১৭ আগস্ট তৎকালিন জামায়াত বিএনপি সরকারের প্রশ্রয়ে সাতক্ষীরাসহ দেশব্যাপি ৬৩টি জেলায় একযোগে সিরিজ বোমা হামলার প্রতিবাদে,জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা প্রতিহত করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের আহ্বানে ১৭ আগস্ট মঙ্গলবার সকাল ১০টায় শহীদ আলাউদ্দীন চত্ত্বর নিউ মার্কেটে এক মানববন্ধন অনুষ্ঠিত হবে।

উক্ত মানববন্ধনে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগ, সদর উপজেলা ও পৌর আওয়ামীলীগ, পৌর অন্তর্গত ৯টি ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং আওয়ামীলীগের সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব একে ফজলুল হক ও সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো: নজরুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *