মাহফিজুল ইসলাম আককাজ : মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন ২০২২ উপলক্ষে মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান ও মুক্তিযুদ্ধের চেতনা স্মৃতিচারণ বীরত্বগাঁথা সম্পর্কে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০১ মার্চ) বেলা সাড়ে ১১ টায় মির্জানগর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে সদরের ০১ নং বাঁশদহা ইউনিয়নের আয়োজনে জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
জাতির জনক বঙ্গবন্ধু ও তার শহিদ পরিবার, শহিদ জাতীয় চারনেতাসহ মহান মুক্তিযুদ্ধে এবং ১৯৫২ সালের ভাষা শহিদদের রুহের মাগফিরাত কামনা করে বীরমুক্তিযোদ্ধা এমপি রবি প্রধান অতিথির বক্তব্যে বলেন,“১৯৫২ এর ভাষা আন্দোলন ও ৭১ এর মুক্তিযুদ্ধ এই দু’টি কারণে আমরা মাথা উঁচু করে কথা বলতে পারি। বাঙালীরা বীরের জাতি।
আত্মশুদ্ধি ও আত্মসমালোচনা করতে শিখিয়েছেন। দেশের উন্নয়ন অগ্রযাত্রা দেখে যাদের হিংসা হয় তারা গভীর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। অনেকে বিভিন্ন টিভি চ্যানেলে দেশকে নিয়ে
মিথ্যাচার করে। ঐসব ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে সহযোগিতাকারী ভারত ও রাশিয়া আমাদের অকৃত্রিম
বন্ধু। তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। রাশিয়া ও ইউক্রেন’র যুদ্ধ বন্ধের আহবান জনান এমপি রবি।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ- জোহরা, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মো. মফজুলার রহমান খোকন, বাঁশদহা ইউপি চেয়ারম্যান মাস্টার মো. মফিজুর রহমান, মির্জানগর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইজাজ উদ্দিন প্রমুখ।
এসময় মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের
মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, বীরমুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন, বীরমুক্তিযোদ্ধা বাবর আলী, বাঁশদহা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, বীরমুক্তিযোদ্ধা গোলাম সরোয়ার, বীরমুক্তিযোদ্ধা মাস্টার আকবর আলী,
বীরমুক্তিযোদ্ধা মাস্টার নুর উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা এবাদল শেখ, বীরমুক্তিযোদ্ধা জিয়াদ আলী, বাঁশদহা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য খোরশেদ আলম রিপন প্রমুখ।
এসময় এলাকার বীরমুক্তিযোদ্ধা, গন্যমান্য ব্যক্তিবর্গ ও মির্জানগর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বাঁশদহা ইউনিয়নের ইউপি সদস্য বদরুজ্জামান খোকন।