ডেস্ক রিপোর্ট : অস্ট্রেলিয়া সিরিজের ম্যাচগুলো শুরু হয়েছিল সন্ধ্যা ৬টায়। ১ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া নিউজিল্যান্ডের সঙ্গে বাংলাদেশের টি-টুয়েন্টি সিরিজের ম্যাচগুলো শুরুর সময় দুই ঘণ্টা এগিয়ে আনা হয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী জানিয়েছেন, নিউজিল্যান্ডের দর্শকদের কথা মাথায় রেখে এমন সিদ্ধান্ত।বুধবার মিরপুরে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘যেহেতু নিউজিল্যান্ডের সঙ্গে আমাদের সময়ের পার্থক্য রয়েছে, সেহেতু সে দেশের মানুষও যেন খেলা দেখতে পারেন, সেজন্য খেলা শুরুর সময় ৪টায় নির্ধারণ করেছি।’
মঙ্গলবার বাংলাদেশে এসে পৌঁছেছে নিউজিল্যান্ড দল। স্বাগতিক ও সফরকারী দল টিম হোটেলে কোয়ারেন্টাইনে রয়েছে। শুক্রবার থেকে মিরপুরে অনুশীলন করতে পারবে দুপক্ষই।
১ সেপ্টেম্বর শের-ই-বাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচ। ১০ সেপ্টেম্বর শেষ হবে পাঁচ টি-টুয়েন্টির সিরিজ। সব ম্যাচই হোম অব ক্রিকেটে। পরের চার ম্যাচ যথাক্রমে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর।