স্টাফ রিপোর্টার : বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা সহ আওয়ামীলীগ নেতৃবৃন্দকে হত্যার উদ্দেশ্যে চালানো ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় আইভি রহমান সহ ২৪ জন নিহত শহীদদের স্মরণে সাতক্ষীরায় যুব মহিলা লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরা জেলা যুব মহিলা লীগের আয়োজনে শনিবার সন্ধায় শহরের খুলনা রোড মোড়ে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ পৌর শাখার অফিসে ২১ আগস্ট গ্রেনেড হামলায় আইভি রহমান সহ ২৪ জন নিহত শহীদদের স্মরণে সাতক্ষীরায় যুব মহিলা লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা যুব মহিলা লীগের সভানেত্রী সাবেক পৌর কাউন্সিলর ফারহা দিবা খান সাথীর সভাপতিত্বে ও সম্পাদিকা সাবিহা হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ সাহিদ উদ্দীন, সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, দপ্তর সম্পাদক শেখ হারুর অর রশিদ, সংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামিমা পারভীন রত্না, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহাদাৎ হোসেন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কহিনুর ইসলাম, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ পৌর শাখার সভাপতি ও এম আর পরিবহনের চেয়ারম্যান নুরুল হক।
এসময় উপস্থিত ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ পৌর শাখার সাধারণ সম্পাদক কবির হোসেন, ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি গোলাম মোস্তফা, সহ-সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম, সাংগঠনিক সম্পাদক তৈবুর রহমান, সহ-সাংগঠনিক মেহেদী হাসান প্রমুখ।