দেশীয় সাংবাদিকদের প্রতিনিধিত্বকারী সংগঠনগুলোর নির্বাচিত ১১ শীর্ষ নেতার ব্যাংক হিসাবের তথ্য চাওয়ার প্রতিবাদে ও হিসাব বিবরণী জনসম্মুখে প্রকাশের দাবিতে সাতক্ষীরা অনলাইন প্রেসক্লাবের আয়োজনে আগামী বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১ টায় নিউ মার্কেট মোড়স্থ শহীদ স. ম. আলাউদ্দিন চত্ত্বরে আয়োজিত বিক্ষোভ কর্মসূচী স্থগিত করা হয়েছে।
মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ মহদয় এর আশ্বাসে সাতক্ষীরা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক এই সিদ্ধান্ত নেন।
বুধবার তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদের আহ্বানে সচিবালয়ে তার সঙ্গে সাংবাদিক নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সাংবাদিক নেতারা নির্বাচিত শীর্ষ নেতাদের ব্যাংক হিসাব তলব করার ক্ষেত্রে সংগঠন, প্রতিষ্ঠান ও রাজনৈতিক পরিচয় একীভূত করার ঘটনাকে রহস্যজনক বলে উল্লেখ করেন। তারা বলেন, ঢালাওভাবে ব্যাংক হিসাব তলবের খবরে সারাদেশের সাংবাদিকদের মনে ক্ষুব্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
বৈঠকে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ইতিমধ্যেই তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে বিভিন্ন পর্যায়ে কথা বলেছেন। সরকারও দ্রুত এ সমস্যা সমাধানে সচেষ্ট। তিনি এ বিষয়ে সহযোগিতার পরিবেশ রক্ষার স্বার্থে কর্মসূচি স্থগিত রাখার জন্য সাংবাদিক নেতাদের অনুরোধ করেন। মন্ত্রীর অনুরোধের পরিপ্রেক্ষিতে সাংবাদিক নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে আসা পর্যন্ত আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠেয় সাংবাদিকদের কর্মসূচি স্থগিত ঘোষণা করেন।
##