স্পোর্টস ডেস্ক : ম্যাচ শেষের সময় একটু একটু করে ঘনিয়ে আসছিল। দক্ষিণ কোরিয়ার সামনে বিদায়ের চোখ রাঙানি। ছয় মিনিট যোগ করা সময়ের প্রথম মিনিটে পর্তুগালের জালে বল পাঠিয়ে উল্লাসে ফেটে পড়ল তারা। অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে তুলে নিল দুর্দান্ত জয়। সেখানেই শেষ নয়! একই সময়ে শুরু আরেক ম্যাচ যে তখনও চলছে।
সেই ম্যাচের ফল এলো পক্ষে। নানা নাটকীয়তার ধাপ পেরিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় উঠল কোরিয়া। এডুকেশন সিটি স্টেডিয়ামে শুক্রবার রাত ৯টায় বিশ্বকাপের ‘এইচ’ গ্রæপের শেষ রাউন্ডের ম্যাচে পর্তুগালকে ২-১ গোলে হারিয়েছে কোরিয়া। একই সময়ে শুরু আরেক ম্যাচে ঘানাকে ২-০ গোলে হারিয়েছে উরুগুয়ে। আগেই শেষ ষোলোর টিকেট নিশ্চিত করা পর্তুগাল হয়েছে গ্রæপ সেরা। কোরিয়া ও উরুগুয়ের পয়েন্ট সমান, গোল পার্থক্যও সমান। তবে বেশি গোল করায় গ্রæপ রানার্সআপ হিসেবে নকআউটের টিকেট পেল কোরিয়া। ঘানার সঙ্গে বিদায় নিল উরুগুয়েও।