নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদ জামে মসজিদের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টায় সাতক্ষীরা জেলা পরিষদ চত্বরে ৩০ লক্ষ ৬৭ হাজার টাকা ব্যয়ে নির্মিত এ মসজিদের ফলক উন্মোচন করেন উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাশরুবা ফেরদৌস, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু, জেলা পরিষদের সদস্য আল ফেরদাউস আলফা, মো.মহিতুর রহমান, শাহনওয়াজ পারভীন মিলি, মতিয়ার রহমান, জাকির হোসেন, আব্দুল হাকিম, জেলা আ.লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশীদ, সদর উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. আব্দুর রশীদ, জেলা পরিষদের হিসাব রক্ষক আবু হুরায়রা প্রমুখ।
জেলা পরিষদ মসজিদের ফলক উন্মোচন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা পরিষদ জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি ওসমান গণি। এসময় জেলা পরিষদের সকল কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় মুসল্লীবৃন্দ উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এসএম খলিলুর রহমান।