হাফিজুর রহমান শিমুল : ৩৩৩ নম্বরে কল করেই প্রশানের দেওয়া খাদ্য সহায়তা পেলেন করোনা প্রদুর্ভাবে খাদ্য সংকটে পড়া কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ১২ টি পরিবার। শুক্রবার (১লা অক্টোবর) সকাল ৮ টায় উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের প্রতিবন্ধী, অসহায়, দুঃস্থ ও হতদরিদ্র ১২টি পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
কালিগঞ্জ উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা ও উপজেলা করোনা এক্সপার্ট টিমের এডমিন খন্দকার রবিউল ইসলাম এর নির্দেশনায়, বিষ্ণুপুর ইউনিয়ন করোণা এক্সপোর্ট টিম এর উদ্যোগে গত এক মাসে ৩৫ টি পরিবারে মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছিল। এমাসের শুরুতে ১২ জনের হাতে ১০ কেজি চাউল, ১কেজি ডাউল ও ১ কেজি সোয়াবিন তৈল ও ১কেজি লবণের বস্তা তুলে দেওয়া হয়েছে।
উক্ত খাদ্য সহায়তা প্রদানকালে বিষ্ণুপুর ইউনিয়ন করোনা এক্সপার্ট টিমের উপদেষ্ঠা, বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রশিদ ও বিশিষ্ঠ সাংবাদিক এম হাফিজুর রহমান শিমুল। এছাড়াও ইউনিয়ন টিম লিডার আলমগীর হোসেন, সহকারী টিম লিডার সামছুর রহমান, তাপস কুমার ঘোষ, কওছার আলী সোহেল, আসাদুজ্জামান শিকারী ময়না, রবিন কুমার সরকার, তাপস কুমার সরকার, ইয়াসমিন পারভীনসহ করোনা এক্সপাট টিমের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।