স্টাফ রিপোর্টার : সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে
মাছখোলা মাধ্যমিক বিদ্যালয়য়ের নব-নির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১০ এপ্রিল) সকাল ১০টায় সদরের মাছখোলা মাধ্যমিক বিদ্যালয়
প্রাঙ্গণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহাজান আলী’র সভাপতিত্বে প্রধান
অতিথি হিসেবে ফিতা কেটে ও ফলক উন্মোচন করে নব-নির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা শিক্ষা
অফিসার এস.এম আব্দুল্লাহ আল মামুন, সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চেম্বার অব কমার্সের উর্দ্ধতন সহ-সভাপতি এনছান বাহার বুলবুল, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরা’র সহকারি প্রকৌশলী এম.এম.এ জায়েদ বিন গফুর, আনসার এ্যাডজুটেন্ট আতাউর রহমান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরা’র উপ-সহকারি প্রকৌশলী আসাদুজ্জামান খান, বল্লী মো. মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি জিয়াউর বিন সেলিম যাদু, মাছখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সাংবাদিক আমিনুর রশিদ, মাছখোলা আদর্শ যুব সংঘের সভাপতি আসমাতুল্লাহ আকাশ, মাছখোলা মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য ইউনুছ আলী প্রমুখ।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরা’র বাস্তবায়ণে “নির্বাচিত বে-সরকারি
মাধ্যমিক বিদ্যালয় সমূহের উন্নয়ন প্রকল্পের”(৩০০০ স্কুল) প্রকল্পের আওতায় ৩ কোটি ২৩লক্ষ টাকা ব্যয়ে মাছখোলা মাধ্যমিক বিদ্যালয়য়ে চারতলা ভিত বিশিষ্ট চারতলা একাডেমিক ভবন নির্মাণ করা হয়েছে।
এছাড়াও বিদ্যালয় ডেকারেশনের জন্য ২২ লক্ষ টাকা ব্যয়ে আসবাব পত্র প্রদান করা হবে। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাছখোলা মাধ্যমিক বিদ্যালয়য়ের ধর্মীয় শিক্ষক মো. আশরাফুজ্জামান।
এসময় দলীয় নেতৃবৃন্দ ও মাছখোলা মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ এবং বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন মাছখোলা মাধ্যমিক বিদ্যালয়য়ের সহকারি
শিক্ষক বিপ্রদাস পরামানিক।