দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ৭ই মার্চ দিবসটি পালন উপলক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ মার্চ) সকাল ১০ টায় লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা প্রধান শিক্ষক নূরুল ইসলাম। সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরতে আনুষ্ঠানিকভাবে প্রস্তুতি গ্রহন করা হয়েছে বলে জানা যায়।
সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, লাঙ্গলঝাড়া ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত থানার বিট অফিসার এসআই আবুল হাচান, এএসআই আল মামুন, বীর মুক্তিযোদ্ধা আকবর আলী, বীর মুক্তিযোদ্ধার সন্তান আনোয়ারুল কবির, সমাজ সেবক আমিরুল ইসলামসহ ইউপি সদস্য, গ্রাম পুলিশ ও সূধিবৃন্দ।
এ দিকে থানা প্রশাসন সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঐতিহাসিক ৭ই মার্চ দিবসটি পালনের প্রস্তুতি গ্রহন করা হয়েছে বলে জানা যায়।