এস এস সি ব্যাচ ১৯৮৬ বাংলাদেশের সাতক্ষীরা জেলার বন্ধুদের জেলা সম্মেলন ২০২১ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ছয়ঘোরিয়া এলাকায় অনুষ্ঠিত সম্মেলনে সংগঠনের আহবায়ক আবু জাফর অনুষ্ঠানের শুরুতে বলেন, “বন্ধুর জন্য বন্ধু হয়ে থাকবো মোরা পাশাপাশি।

এই বিষয়টিকে হৃদয়ে ধারন করে ৮৬ সাতক্ষীরার বন্ধুরা আজ এখানে মিলিত হয়েছি। সারা বিশ্বব্যাপী ১৯৮৬ সালে এসএসসি পাশকৃত শিক্ষার্থীরা বন্ধুত্বের সাথে সাথে মানবতার জন্য কাজ করছে। অনুষ্ঠানে সংগঠনের সদস্য সচিব মো: মাগফুর রহমান গত বছরের কার্যক্রমের অংশসমূহ সকলের সামনে তুলে ধরেন এবং আগামী দিনের কর্মপরিকল্পনা পেশ করেন।

অনুষ্ঠান শেষে স্থানীয় অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয় এবং স্থানীয় উত্তর কুশখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফলজ বৃক্ষ রোপন করা হয়। র‌্যাফেল ড্রসহ অনেক আনন্দঘন ইভেন্ট নিয়ে দিন ব্যাপি অনুষ্ঠানটি সন্ধ্যায় শেষ হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন মো:গোলাম হাসান। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *