নিজস্ব প্রতিনিধি : ৯ দফা দাবীতে সাতক্ষীরায় শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল ও অবরোধ করে সমাবেশ করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা। এতে সাতক্ষীরা শহরের অভ্যন্তরে প্রায় ২ ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে যায়।
শনিবার (৩ জুলাই) সকাল ১১টা ২০ মিনিটে শহরের খুলনা রোড মোড় থেকে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার খুলনা রোড মোড়ে ফিরে এসে সেখানেই অবস্থান গ্রহণ করে। তারা রাস্তা বন্ধ করে বিভিন্ন দাবি আদায়ের ¯েøাগান দেয়। এ সময় তারা কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটাবে না বলে নিশ্চয়তা দিলে পুলিশ তাদের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল ও সমাবেশে সহযোগিতা করেন।
পরে দুপুর ১টা ২০ মিনিটের দিকে খুলনা রোড মোড় থেকে মিছিল নিয়ে নারকেলতলা এলাকায় যেয়ে তাদের বিক্ষোভ মিছিল শেষ হয়। শিক্ষার্থীরা বলেন, দেশব্যাপী শিক্ষার্থী ও নাগরিকদের ওপর হামলা ও হত্যার প্রতিবাদ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত ৯ দফা দাবি আদায়ে আমরা বিক্ষোভ করছি। আমাদের দাবী আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাবো।
অতিরিক্ত পুলিশ সুপার ( সাতক্ষীরা সদর সার্কেল) মীর আসাদুজ্জামান বলেন, শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে তাদের বিক্ষোভ সমাবেশ শেষ করেছে। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে সাময়িকভাবে যান চলাচল বন্ধ ছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।