স্টাফ রিপোর্টার : ঐতিহাসিক ৭ই মার্চ ২০২২ উপলক্ষে সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষ থেকে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) ।
সোমবার সকালে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম-বার এর নেতৃত্বে পুলিশ লাইন্স থেকে বর্ণাঢ্য একটি র্যালি বের হয়। র্যালিটি খুলনা রোডস্থ বঙ্গবন্ধুর ম্যুরালের কাছে এসে সমাপ্ত হয়। পরে সাাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম-বার এর নেতৃত্বে পুলিশ স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ ) মোঃ সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল মীর আসাদুজ্জামান,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) মো: ইকবাল হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার, দেবহাটা সার্কেল এস এম জামিল আহমেদ,বিশেষ শাথার ডিআই-১ মিজানুর রহমান,জেলা ট্রাফিক পুলিশের টিআই এডমিন শ্যামল কুমার চৌধুরী,পরিদর্শক হাসান মল্লিক,সাতক্ষীরা থানার ওসি মোহাম্মাদ গোলাম কবির, ডিবির ভারপ্রাপ্ত ওসি তরিকুল ইসলাম, সহ জেলা পুলিশের উদ্ধর্তন কর্মকর্তা ও ফোর্সবৃন্দ।