1. altafbabu1@gmail.com : news :
  2. altafbabu1@gmail.com : Satkhira Times : Satkhira Times
May 15, 2024, 4:26 am
Title :
সাতক্ষীরায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন করলেন এমপি লায়লা পারভীন সেঁজুতি চট্টগ্রাম বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত খুলনায় ভৈরব সেতু নির্মাণ প্রকল্পের এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত খুলনায় মোংলা-ঘসিয়াখালী খাল উন্নীতকরণ প্রকল্প-ধারণাগত বিষয়ক কর্মশালা আগরদাঁড়ি বাদামতলা এলাকায় যানবাহনের উপর মোবাইল কোর্ট   সাতক্ষীরায় দুই ব্যাপী ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক ৪ দিনব্যাপী কর্মশালার সমাপনী ঘোড়া প্রতিক নিয়ে চেয়ারম্যান প্রার্থী শেখ তামিম হোসেন সোহাগের গণসংযোগ সদর উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিক বরাদ্দ : চেয়ারম্যান প্রার্থীরা কে কি প্রতিক পেলেন দ্বিতীয় ও তৃতীয় ধাপের উপজেলা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা হবে : মতবিনিময় সভায় উপ-পরিচালক

খুলনায় জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত

  • আপডেট সময় Sunday, April 28, 2024

খুলনা, বৈশাখ ১৫ (২৮ এপ্রিল): বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে আজ (রবিবার) খুলনায় জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘সুস্থ শ্রমিক, শোভন কর্মপরিবেশ গড়ে তুলবে স্মার্ট বাংলাদেশ’। এ উপলক্ষ্যে সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) আতিকুর ইসলাম।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, বর্তমান সরকার শ্রমবান্ধব সরকার। শ্রমিকরা বাংলাদেশের উন্নয়ন ও সুন্দর দেশ গড়ার ক্ষেত্রে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। তারা মাথার ঘাম ঝরিয়ে অক্লান্ত পরিশ্রম করে এদেশের অর্থনীতির চাকাটাকে সচল রাখতে সহয়তা করছে। বিশেষ করে আমাদের দেশের গার্মেন্টস শ্রমিকরা বিশ^ বাজারে যে সুনামের সাথে কাজ করে যাচ্ছেন, একই সাথে তারা আমাদের দেশের শ্রমবাজারটাকে সুনাম ও অর্থনীতিকে মাথা তুলে দাঁড়ানোর কাজে সহায়তা করছে।

তাই শ্রমিক ও কলকারখানার খেটে খাওয়া মেহনতি মানুষের অধিকার ও তাদের স্বাস্থ সুরক্ষার বিষয়ে নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাঁরা আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭২ সালে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এর সদস্য পদ লাভ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা শ্রম দপ্তরের বিভাগীয় পরিচালক মোঃ মিজানুর রহমান, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ আলমগীর কবির, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সরদার মাহাবুবার রহমান ও বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোটার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি শেখ আব্দুল বাকী। এতে সভাপতিত্ব করেন খুলনা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অদিধপ্তরের উপমহাপরিদর্শন সানতাজ বিল্লাহ। খুলনা জেলা প্রশাসন ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অদিধপ্তর যৌথভাবে এ অনুষ্ঠান আয়োজন করেন।

এর আগে দিবসটি উপলক্ষ্যে নগরীর শহিদ হাদিস পার্কে বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এসে শেষ হয়। র‌্যালিতে সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শ্রমিক-মালিক-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। সূত্র-পিআইডি খুলনা

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 satkhiratimes24.com
Theme Customized By BreakingNews