1. altafbabu1@gmail.com : news :
  2. altafbabu1@gmail.com : Satkhira Times : Satkhira Times
April 18, 2024, 2:19 pm

চাম্পাফুল আ.প্র.চ হাইস্কুলে ম্যানেজিং কমিটিতে আব্দুল লতিফ সভাপতি নির্বাচিত

  • আপডেট সময় Tuesday, February 28, 2023

এম হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে সম্পন্ন হয়। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত এ নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দিতা করেন চাম্পাফুল ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোড়ল ও শোভনালী ইউপির সাবেক চেয়ারম্যান মোনায়েম হোসেন। বহুল আলোচিত স্কুল ম্যানেজিং কমিটির এ ভোটে ৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন চাম্পাফুল ইউপি’র সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল লতিফ মোড়ল।

তার একমাত্র প্রতিদ্বন্দি প্রার্থী সাবেক চেয়ারম্যান মোনায়েম হোসেন পেয়েছেন মাত্র ১ ভোট। নির্বাচন পরিচালনা করেন কালিগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন। চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে ২০১৬ সাল হতে আদালত পাড়া মাড়িয়ে বহু নাটকীয়তার পরে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহনের মধ্যদিয়ে গঠন করা হয়েছে। উল্লেখ্য গত ২৩ ফেব্রুয়ারি ২০২৩ চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সংরক্ষিত মহিলা সদস্য পদে ২ জন, সাধারণ শিক্ষক সদস্য পদে ৭ জন ও অভিভাবক সদস্য পদে নির্বাচনে তুমুল প্রতিদ্বন্দিতা করেন।

বিদ্যালয়টি ১৯২৪ সালে স্থাপীত হয়। বর্তমানে ১১৩৮ জন ছাত্র ছাত্রী ঐতিহ্যবাহী এ বিদ্যালয়ে অধ্যায়নরত। ২০১৫ সালে সর্বশেষ ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। অত্র বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে আব্দুল হামিদ ১৬/২/২০১৫ সালে যোগদানের পর হতেই মুখ থুবড়ে পড়ে স্বাভাবিক ভাবে ম্যানেজিং কমিটি গঠন। নানান জটিলতার বেড়াজাল ভেদ করে ৮ বছর পরে এ নির্বাচনে উৎফুল্ল অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা। সকলের প্রত্যাশা রাজনৈতিক বলয়ের বাহিরে এ শিক্ষা প্রতিষ্ঠানটি পূর্বের ন্যায় প্রাণ ফিরে পাক।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 satkhiratimes24.com
Theme Customized By BreakingNews