1. altafbabu1@gmail.com : news :
  2. altafbabu1@gmail.com : Satkhira Times : Satkhira Times
May 17, 2024, 6:06 pm
Title :
বায়তুল মোকাদ্দাস জামে মসজিদের ছাদ ঢালাই-এ ১লাখ টাকা দিলেন মোঃ নুরুল হক শ্যামনগরে সাপের কামড়ে শিশুর মৃত্যু সাতক্ষীরা সদরের বিনেরপোতায় সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত আগামী অর্থবছরের জন্য ২ লাখ ৬৫ হাজার কোটি টাকার এডিপি অনুমোদন এমপি সেঁজুতিকে নবারুণ পরিবারের ফুলেল শুভেচ্ছা সাতক্ষীরায় শিশু সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে কিশোর-কিশোরীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা আনারস প্রতীকের প্রার্থী সুশান্ত কুমার মন্ডলের গণসংযোগ তালায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা জাতিকে এমন একটি নির্বাচন উপহার দেব যা আগামী প্রজন্মের কাছে অনুস্মরণীয় হয়ে থাকবে -নির্বাচন কমিশনার সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে বিনেরপোতা এলাকায় মোটরযানের উপর মোবাইল কোর্ট

প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ব্যবস্থাপনা বিধিমালা, ২০১৬ বাস্তবায়ন বিষয়ক কর্মশালা

  • আপডেট সময় Thursday, May 2, 2024

নিজস্ব প্রতিনিধি : প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ব্যবস্থাপনা বিধিমালা, ২০১৬ বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০২ মে) বেলা ১২টায় সাতক্ষীরা সার্কিট হাউজ কনফারেন্স রুমে পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়, খুলনা এবং সাতক্ষীরা জেলা প্রশাসেনর আয়োজনে প্রতিবেশ অ্যাক্টিভিটি ইউএসএআইডি ইকোসিস্টেমস্’র সহযোগিতায় সাতক্ষীরা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির’র সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক (যুগ্মসচিব) (প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা) সৈয়দা মাছুমা খানম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর খুলনার পরিচালক (উপসচিব) মো. ইকবাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সাতক্ষীরা আতিকুল ইসলাম, প্রতিবেশ অ্যাক্টিভিটি চিফ অফ পার্টি ড. ফেলিক্স গ্যাষিক প্রমুখ।

পরিবেশগত সংকটাপন্ন ব্যবস্থাপনা বিধিমালা, ২০১৬ বিষয়ক বিশদ বক্তব্য উপস্থাপন করেন প্রতিবেশ অ্যাক্টিভিটি পলিসি এ্যান্ড গভারনেন্স স্পেশালিষ্ট সাঈদ মাহমুদ রিয়াদ প্রমুখ।

এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরা’র সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম, সাতক্ষীরা জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী, সুশীলন সাতক্ষীরা’র উপপরিচালক জিএম মনিরুজ্জামান মনি, গাবুরা ইউপি চেয়ারম্যান মাসুদুল আলম, বুড়িগোয়ালীরি ইউপি চেয়ারম্যান অসীম কুমার মৃধা, কৈখালী ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম প্রমুখ।

এসময় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা, কৃষি, মৎস্য, সমাজসেবা অধিদপ্তর’র কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা ও স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর খুলনার পরিচালক (উপসচিব) মো. ইকবাল হোসেন।

ক্যাপশন : সাতক্ষীরায় প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ব্যবস্থাপনা বিধিমালা, ২০১৬ বাস্তবায়ন বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক (যুগ্মসচিব) (প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা) সৈয়দা মাছুমা খানম।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 satkhiratimes24.com
Theme Customized By BreakingNews