1. altafbabu1@gmail.com : news :
  2. altafbabu1@gmail.com : Satkhira Times : Satkhira Times
April 30, 2024, 3:51 am
Title :
জেলা তথ্য অফিসের আয়োজনে বুধহাটায় ‘প্রান্তিক পর্যায় উন্নয়ন প্রচার’ শীর্ষক মহিলা সমাবেশ সাতক্ষীরায় রাসায়নিক দ্রব্যে পাকানো ৬ হাজার কেজি গোবিন্দভোগ আম বিনষ্ট কলারোয়া পাবলিক ইনস্টিটিউটে রঙ্গিন টিভি উপহার দিলেন আজীবন সদস্য সাইফুল্যাহ আজাদ তালায় উইমেন জব ক্রিয়েশন প্রকল্পের অবহিত করণ কর্মশালা সাতক্ষীরায় তীব্র গরমে ইয়ুথ এডাপটেশন ফোরামের স্যালাইন ও লিফলেট বিতরণ তালায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে প্রতিযোগিতা তালায় তিন যুগ ধরে পথচারীদের মাঝে পানি তৃষ্ণা দূর করে আসছেন দেবনাথ পরিবার সাতক্ষীরা সরকারি কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের বৃক্ষরোপণ সড়ক দুর্ঘটনা রোধকল্পে সাতক্ষীরায় মোটরযানের উপর মোবাইল কোর্ট সাতক্ষীরার আলীপুর ইউপি নির্বাচনে আব্দুর রউফ বিজয়ী

সাতক্ষীরায় স্বপ্নসিঁড়ির প্রাক্তন ও বর্তমান রোভার স্কাউট মিলনমেলা

  • আপডেট সময় Monday, April 15, 2024

সাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির উদ্যোগে প্রাক্তন ও বর্তমান রোভার স্কাউট মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত ঈদ উল ফিতরের পরদিন (১২ এপ্রিল) ৪র্থ বারের মিলমমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মোঃ আশরাফুজ্জামান আশু।

মিলনমেলা উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও যুব ও ক্রিড়া মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য লাইলা পারভীন সেজুতি। স্বপ্নসিঁড়ির সভাপতি ও ব্যাংক কর্মকর্তা মুহা. আলতাফ হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, বাংলাদেশ স্কাউটস, রোভার অঞ্চলের প্রাক্তন সম্পাদক মোঃ মনিরুজ্জামান, জেলা রোভার স্কাউটদের প্রাক্তন সম্পাদক এএসএম আব্দুর রশিদ, আশাশুনি সরকারি কলেজের রোভার স্কাউট নেতা পবিত্র কুমার দাস প্রমুখ।

স্বপ্নসিঁড়ির সাধারণ সম্পাদক নাজমুল হকের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপদেষ্টা রেবেকা সুলতানা, নাজরানা কাকলী, জামাল উদ্দীন, শাহজাহান আলী, এস এম বিপ্লব হোসেন, সালাউদ্দীন রানা, অহিদুল ইসলাম, মীর তাহমিদুর রহমান, মোঃ ইব্রাহিম, নাসিম হোসেন, উজ্জ্বল মোল্লা, উৎস্য কুমার দাস প্রমুখ। মিলনমেলায় নাচ, গান, মজার মজার খেলাধুলা করা হয়।

মিলনমেলার শুরুতে টিশার্ট বিতরণ করা হয়। ধীরে ধীনে অনুষ্ঠানস্থল নবীন-প্রবীন মিলনমেলায় পরিণত হয়। মিলনমেলায় শ্রেষ্ঠ অংশগ্রহণকারী কলেজ কলারোয়া সরকারি কলেজ ও রোভার উৎস্য কুমার দাস মনোনীত হন। প্রেস বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 satkhiratimes24.com
Theme Customized By BreakingNews