বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলার সদর উপজেলার ১১নং ঝাউডাঙ্গা ইউনিয়ন শাখা কমিটি গঠন করা হয়েছে। গ্রাম ডাঃ আবু হাসান কে সভাপতি এবং গ্রাম ডাঃ প্রভাষক মাহবুবর রহমানকে সাধারণ সম্পাদক করে সাতাশ সদস্যবিশিষ্ট ইউনিয়ন কমিটি আগামী তিন বছরের জন্য অনুমোদন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ সভাপতি ফজলুল কবির, সহ-সভাপতি আব্দুল খালেক, জুলফিকার আলী, সহ-সাধারণ সম্পাদক ইখতিয়ার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রেজুয়ান আলী, কোষাধ্যক্ষ রেজাউল করিম, দপ্তর সম্পাদক প্রলয় ঘোষ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আখতারুজ্জামান রনি, প্রচার সম্পাদক মিজানুর রহমান, নির্বাহী সদস্য যথাক্রমে ইউনুচ আলী, ইলিয়াস হোসেন, তপন কুমার, আনোয়ার হোসেন, আসাদুজ্জামান, রুস্তম আলী, মশিউর রহমান, আব্দুল আহাদ, মোশারফ হোসেন, বিমল কুমার, নাজমুল হোসেন, হুমায়ুন কবির, মনিরুল ইসলাম, কবির হোসেন, ওয়ালীউল্লাহ এবং নাজমুল হোসেন।
সাতক্ষীরা সদর উপজেলা কমিটির সভাপতি আলমগীর হোসেন এবং সাধারণ সম্পাদক এম এ হাসান এর সুপারিশ ক্রমে সম্মেলনের মাধ্যমে গঠিত এই কমিটির অনুমোদন দেন জেলা সভাপতি মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল গফফার। বৃহস্পতিবার দুপুরে নবগঠিত কমিটি জেলা সভাপতির কার্যালয়ে এসে জেলা, উপজেলা ও পৌর কমিটির সাথে শুভেচ্ছা বিনিময় করেন। (প্রেস বিজ্ঞপ্তি)