নিজস্ব প্রতিনিধি : উৎসব মুখর পরিবেশে সাতক্ষীরা স্বর্ণ দোকানঘর ছাই-মাটি শ্রমিক ইউনিয়ন (রেজিঃ ২৩৭৩ খুলনা) এর ১ম ত্রি-বাষিক নির্বাচন-২০২২ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ ডিসেম্বর) সাতক্ষীরা শহরের কামালনগর বউ বাজারস্থ সংগঠনের কার্যালয়ে সকাল ৯টা হতে বিকাল ৩ টা পযর্ন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
নিবার্চনে ৮৬ জন ভোটারের মধ্যে ৮৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ৬ টি পদের বিপরিতে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়াও ৩ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনে সভাপতি পদে আব্দুল হক (গোলাপফুল) প্রতীকে ৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল মান্নান (ছাতা প্রতীক) পেয়েছেন ৩৬ ভোট। সাধারণ সম্পাদক পদে আফজাল (হরিণ প্রতীক) ৫০ ভোট পেয়ে বিজয়ী হয়েছে।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মিলন ( চেয়ার প্রতীক) পেয়েছে ২০ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে হাবিবুর রহমান হাবু (বাস প্রতীক) ৪০ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি কুতুবউদ্দিন শাহাজী (ফুটবল প্রতীক) পেয়েছে ৩৮ ভোট। কোষাধ্যক্ষ পদে কামরুল হাসান (বই প্রতীক) ৩৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছে।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মারুফ হোসেন (ঘড়ি প্রতীক) পেয়েছে ৩৬ ভোট। সহ-সভাপতি পদে মনিরুল ইসলাম (চশমা প্রতীক) ৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মনিরুল (উড়োজাহাজ প্রতীক) পেয়েছে ৩২ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে জাকির হোসেন বাবু (ঘোড়া প্রতীক) ৫০ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আব্দুল গফফার বাবু (মোরগ প্রতীক) পেয়েছে ২৭ ভোট।
এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রচার সম্পাদক পদে আব্দুল্লাহ (২), কার্যনির্বাহী সদস্য পদে মো. ফজল হক ও সুমন নির্বাচিত হয়েছেন। নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন প্রফেসর গাজী আবুল কাসেম। প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন নাজিম উদ্দীন ও মো. আমিনুল হক।