নিজস্ব প্রতিনিধি : শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে সাতক্ষীরায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকালে জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

এসময় জেলা প্রশাসক মোস্তাক আহমেদ জানান, আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন, এবং জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

সুবিধাজনক সময়ে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকল মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনু্িষ্ঠত হবে। এ ছাড়া ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে কর্মসূচি গ্রহন করা হয়।

সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের শুভ সূচনা হবে। সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করার অনুরোধ জানান হয়।

তিনি আরো জানান, ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস সকাল ৮ টায় সরকারি কর্মসূচির সিদ্ধান্তে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে কেন্দ্র শহীদ মিনারের জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠিত এবং শহিদ আব্দুর রাজ্জাক পার্কে ৭দিন ব্যাপি বিজয় মেলা অনুষ্ঠিত হবে।

এসময় উপস্থিত ছিলেন, সেনাবাহিনীর ৩৭ ক্যাম্পের কমান্ডার লে. সাকিব, স্থানীয় সরকার বিভাগের পরিচালক মাসরুফা ফেরদৌস, সদর সার্কেল মীর আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আই সিটি) মঈনুল ইসলাম মঈন।

আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক এডভোকেট সৈয়দ ইফতেখার হোসেন, জেলা জামায়াত এর সাবেক সাধারণ সম্পাদক নুরুল হুদা, জেলা পুলিশং কমিটির সভাপতি আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হবি, সাতক্ষীরা সরকারি কলেজের অধ‍্যক্ষ  আবুল হোসেন, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান বাবু, সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম সহ আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *