ডেস্ক রিপোর্ট : ফিলিস্তিনে চলমান হামলার প্রতিবাদে সাতক্ষীরা জেলা বিএনপির উদ্যোগে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ এপ্রিল) সকালে সাতক্ষীরা জেলা বিএনপির উদ্যোগে ফিলিস্তিনি গণহত্যার প্রতিবাদে সাতক্ষীরা নিউ মার্কেটে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

প্রতিবাদের অংশ হিসেবে ইসরায়েলি পণ্য বলে পরিচিত কোমলপানীয় কোকাকোলা মাটিতে ফেলে দিয়ে নির্যাতিত ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়িয়েছেন সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রহমতউল্লাহ পলাশ।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার বিএনপির আহবায়ক রহমতউল্লাহ পলাশ। তিনি বলেন আমরা ইজরাইলের পণ্য কিনবো না ও বর্জন করবো। আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জায়েদ ডাবলু, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আবুল হাসান হাদী, তাসকিন আহমেদ চিশতিসহ বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *