সাতক্ষীরার তালায় দৈনিক কালের কন্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি রোকনুজ্জামান টিপুকে ভ্রাম্যমান আদালতে ১০ দিনের কারাদণ্ড দেয়ার প্রতিবাদে ও ইউএনও শেখ রাসেলের অপসারনের দাবিতে বিবৃতি দিয়েছে টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন। মঙ্গলবার সন্ধ্যায় এই বিবৃতি দেয় সংগঠনটি।
বিবৃতিদাতারা হলেন সাতক্ষীরা টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ও এনটিভির ক্যামেরা পার্সন আরিফুল ইসলাম আশা, সাধারন সম্পাদক মো: জাকির হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক এটিএন বাংলার মো: ইয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আরটিভির মোঃ মামুন রেজা, দফতর সম্পাদক সময় টিভির মো: সাগর হোসেন, মাইটিভির একরামুজ্জামান জনি, যমুনা টিভির জিয়ারুল ইসলাম, চ্যানেল এস এর মোঃ আবু রায়হান, বাংলাভিশন অনলাইনের মোঃ ফারুক হোসেন রাজ ও এনটিভি অনলাইনের সদর উপজেলা প্রতিনিধি চন্দন চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি