মেহেদী হাসান শিমুল :পাঠক নন্দিত দৈনিক পত্রদূত পত্রিকার ৩০পেরিয়ে ৩১বর্ষে পদার্পন উপলক্ষ্যে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ শে জানুয়ারি) সন্ধায় সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর বাজারে অবস্থিত বি.ডি.এফ প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক পত্রদূতের নিজস্ব প্রতিনিধি জি এম আমিনুল হকের সভাপতিত্বে ও বি ডি এফ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মাজেদের সঞ্চালনায় আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ব্রহ্মরাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আল. স ম শহিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ডিবি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এমাদুল ইসলাম দুলু, পিওর ক্রপস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও বিশিষ্ট সমাজ সেবক আবু জাফর মো. সালেহ, ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম, ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আব্দুস সামাদ ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হামিদ বাবু, ব্রহ্মরাজপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক শেখ বাদশা ফয়সাল ও প্রচার সম্পাদক মোঃ মামুন হোসেন। সদর উপজেলা স্বাস্থ্য সহকারী এসোসিয়েশনের সভাপতি মো: মোশাররফ হোসেন। সভায় প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন দৈনিক পত্রদূত পত্রিকার বার্তা সম্পাদক এস এম শহীদুল ইসলাম।

এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ও বক্তব্য রাখেন-দৈনিক পত্রদূত পত্রিকার অনলাইন ইনচার্জ আসাদুজ্জামান সরদার (মধু), মো: হোসেন আলী, এস এম বিপ্লব হোসেন, মো: হোসেন আলী, মো: ইব্রাহিম খলিল, বি.ডি.এফ প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক শামীম রেজা, দপ্তর সম্পাদক মোঃ মেহেদী হাসান শিমুল, সাবেক সভাপতি ও ইউপি সদস্য আব্দুল হাকিম, সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মোঃ আরশাদ আলী, শিক্ষক সাংবাদিক ও বিডিএফ প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক মুকুল হোসেন, প্রচার সম্পাদক এম এম জয়নাল, অর্থ সম্পাদক এস এম শরিফুল আলম রানা, ইমরান হোসেন, সুজন ঘোষ, আসাদুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভায় সকল বক্তারা মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার স্বপক্ষীয় দৈনিক পত্রদূত পত্রিকার উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করে বলেন-১৯৯৫ সালে শহীদ স ম আলাউদ্দিন সাহেব সাতক্ষীরার মানুষের ভাগ্যন্নয়নের মহৎ স্বপ্ন নিয়ে দৈনিক পত্রদূত পত্রিকাটির প্রকাশনা শুরু করেন। শুরু থেকে নানান ষড়যন্ত্র, ঘাত-প্রতিঘাত, চড়াই উৎরাই পেরিয়ে আজ পত্রিকাটি ৩০ পেরিয়ে ৩১ বর্ষে পদার্পন করলো। এটা যে কতটা চ্যালেন্জিং তা একমাত্র এই পত্রিকার সাথে যারা সম্পৃক্ত আছেন তারা খুব ভালো করে জানেন। দৈনিক পত্রদূত সবসময় সাতক্ষীরার উন্নয়নে অনবদ্য ভূমিকা পালন করে আসছে। সেকারণে সাতক্ষীরার উন্নয়ন, সম্ভাবনা, সমস্যা, অনিয়ম, দুর্নীতি, শোষণ বঞ্চনার বিরুদ্ধে সোচ্চার হয়ে পত্রিকাটি নিরপেক্ষ ভূমিকা পালন করতে কখনো পিছপা হননি এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সমগ্র অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন দৈনিক পত্রদূত পত্রিকার নিজস্ব প্রতিনিধি জি,এম আমিনুল হক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *