নিজস্ব প্রতিনিধি : বৈধপথে বিদেশে সর্বাধিক কর্মী প্রেরণকারী রিক্রুটিং এজেন্সী হিসাবে শ্রেষ্ঠত্বের পুরস্কার পেলেন আল নূর ইন্টারন্যাশনাল (আরএল নং-০৬৮৯) এর স্বত্বাধিকারী আলহাজ্ব মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিকী।

বুধবার (১৮ ডিসেম্বর) সাতক্ষীরায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৪ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস আয়োজিত অনুষ্ঠানে বিগত কয়েক বছরে বৈধপথে বিদেশে ১৭ হাজারের অধিক কর্মী প্রেরণ করে বিশেষ অবদান রাখায় শেষ্ঠত্বের পুরস্কার গ্রহণ করেন তিনি। সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তার হাতে এ পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। “প্রবাসীর অধিকার আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার ” প্রতিপাদ্যে সাতক্ষীরায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৪ উপলক্ষে শিক্ষাবৃত্তির চেক হস্তান্তর, সর্বোচ্চ রেমিট্যান্স প্রদানকারী কর্মীর সম্মাননা প্রদান, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *