নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে আন্ত: জেলা মোটরসাইকেল চোর চক্রের হোতা সালাউদ্দীন গাজীসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতভর অভিযান চালিয়ে উপজেলার গাবুরাসহ বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় আসামীদের কাছ থেকে ৯টি চোরাই টরসাইকেল উদ্ধার করে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, শ্যামনগরের গাবুরা ইউনিয়নের চিংড়িখালি গ্রামের আবুবকর গাজী (৫৫),গাবুরা গ্রামের মোস্তাফিজুর রহমান নান্নু (৩৫) ও আতিকুর রহামন সাজু (৩৮),কালিগঞ্জের কাঁকশিয়ালি গ্রামের সালাউদ্দীন গাজী (৩৮) এবং সোরা গ্রামের শাহাজাহান গাজী (৩৫)।

শ্যামনগর থানার ওসি হুমায়ুন কবির মোল্যা জানান, শ্যামনগরসহ জেলার বিভিন্ন এলাকায় অহরহ মোটরসাইকেল চুরি হচ্ছে। বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সালাউদ্দীন গাজী ও আবু বকর গাজীকে গাবুরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাদের স্বীকারোক্তিতে মোস্তাফিজুর রহমান নান্নুর বাড়িতে অভিযান চালিয়ে ৪টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পরবর্তীতে অন্যান্য আসামীদের বাড়ি থেকে আরও ৫টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এছাড়া সালাউদ্দীন গাজী,মোস্তাফিজুর রহমান নান্নু ও আবু বকর গাজীসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে শুক্রবার বিকেলে আদালতে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, প্রাথমিক স্বীকারোক্তিতে জানা যায়, সালাউদ্দিন গাজী শ্যামনগরসহ বিভিন্ন এলাকা হতে -কৌশলে মোটরসাইকেল চুরি করে অপর সহযোগীর মাধ্যমে বিভিন্ন স্থানে বিক্রয় করে। আসামীরা অভ্যাসগত চোর এবং চোর দলের সক্রিয় সদস্য। সালাউদ্দীন গাজীর বিরুদ্ধে ১৫টি মামলা, আবু বকর গাজীর বিরুদ্ধে ২৭টি মামলাসহ অন্য আসামীদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানান ওসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *