খুলনা, ১৩ আশ্বিন (২৮ সেপ্টেম্বর) : আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘ তথ্য আমার অধিকার, জানা আছে কি সবার?’
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সাদিকুর রহমান খান অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ ইকবাল হোসেন, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার জিনাত আরা আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত কুমার সরকার, খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিসি (দক্ষিণ) সোনালী সেন, মহিলা বিষয়ক অধিদফতরের উপপরিচালক হাসনা হেনা এবং প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন।
অনুষ্ঠানে সচেতন নাগরিক কমিটির সভাপতি শামিমা সুলতানা শিলু ও কেএমএসএস’র আফরোজা আক্তার মুক্ত বক্তৃতা প্রদান করেন। আলোচনায় বক্তারা তথ্য অধিকার বাস্তবায়নে নাগরিক সচেতনতা, সেবা প্রদানের সবস্তরে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার, গণমাধ্যমের দায়িত্বশীলতা, ভোগান্তিবিহীন জনসেবায় গুরুত্বপূর্ণ সেক্টরগুলোকে চিহ্নিতকরণ ইত্যাদি বিষয়ে মতামত ব্যক্ত করেন।