নিজস্ব প্রতিনিধি  : আশাশুনি উপজেলা সমাজসেবা অফিসের উদ্যোগে দিন ব্যাপি তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৬ ফ্রেরুয়ারি) বেলা ১১টায় আশাশুনি উপজেলা সমাজসেবা অফিসারের কার্যালয়ের আয়োজনে প্রতিবন্ধীদের মাঝে সুবর্ণ কার্ড বিতরণের মাধ্যমে দিন ব্যাপি অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, সমাজসেবা অফিসের ফিল্ড সুপারভাইজার শাহিনুর ইসলাম, ইউনিয়ন সমাজ কর্মী মৃনাল স্বর্নকার, আডিয়াল এনজিও ম্যানেজার সুব্রত বাছাড়, বারসিকের উপজেলা সমন্বয়কারী আসাদুল ইসলামসহ সমাজসেবা থেকে বিভিন্ন সেবা গ্রহীতাবৃন্দ।

দিনব্যাপি অনুষ্ঠানে, নিরাপদ মাতৃত্ব ও অবৈতনিক গৃহস্থালির কাজের মর্যাদা উন্নীতকরণ বিষয়ক আলোচনা সভা, জুলাই বিপ্লব/২৪ বিষয়ক আলোচনা সভা, বেকারত্ব দূরীকরণ ও উদ্যোক্তা তৈরীকরণ বিষয়ক আলোচনা সভা, নবনির্মিত বুথে প্রতিবন্ধীদের আবেদন সংগ্রহ ও সনাক্তকরণ জরিপ, বিশেষ চাহিদা সম্পন্ন সুবিধাভোগী তরুণ-তরুণীদের উদ্যোক্তা তৈরিতে জবফেয়ার, পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *