নিজস্ব প্রতিনিধি : ‘হৃদয়ে তাঁর ছায়া পড়ে নিত্য পণ্যভূমি, নয়নের নক্ষত্র হয়ে জ্বলে আছো তুমি’ এই প্রতিপাদ্য নিয়ে কথা ও কবিতা আবৃত্তিতে ৪ জুলাই শুক্রবার বিকেল পাঁচটায় অনুষ্ঠিত হয়েছে কবি ও সাহিত্যিক সিরাজুল ইসলামকে নিয়ে স্মরণসভা। সাম্প্রতিক সাহিত্য ও আবৃত্তি সংসদ, ও সাতক্ষীরা নাট্যদল (সানাদ) এর আয়োজনে স্মরণ সভা শহিদ নাজমুল সরণীতে অবস্থিত ম্যানগ্রোভ সভাঘরে অনুষ্ঠিত হয়।
কবি ও সাহিত্যিক আমিরুল বাসার বাবুর পৃষ্টপোষকতায় এবং শরিফুল বাসার বাবুর সঞ্চালনায় কবি ও সাহিত্যিক সিরাজুল ইসলামকে নিয়ে স্মৃতিচারণ করেন শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুল হামিদ, কবি ও গীতিকার প্রাণকৃষ্ণ সরকার, কবি কিশোরী মোহন সরকার, কবি ও সংগঠক পলটু বাসার, কবি শুভ্র আহমেদ, কবি স ম তুহিন লেখক শেখ সিদ্দিকুর রহমান, কবি ডা. ইয়াসমিন জাহান শাহিন, কবি সৌহার্দ সিরাজ, এস এম নাজমুল হাসান, সিরাজুল ইসলাম পত্নী নেলী আফরিন প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব হেনরী সরদার, ছড়াকার আহমেদ সাব্বির , কবি ও লেখক মনিুরজ্জামান মুন্না, সাদ্দাম হোসেন প্রমুখ।
বক্তারা কবি ও সাহিত্যিক সিরাজুল ইসলামের জীবন ও সাহিত্য কর্মের বিভিন্ন দিক তুলে ধরেন। ‘এমন গুণি ও মেধাবী মানুষ তাঁর জীবদ্দশায় সাহিত্য ও সৃজনশীল কাজ এমনভাবে সাজিয়ে গুছিয়ে করে গেছেন তা আমাদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে’। আবৃত্তি করেন সব্যসাচী আবৃত্তি সংসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ছট্ট, প্রাণকৃষ্ণ সরকার, শারাবান তহুরা,অনুভা আদ্রি, চমন প্রমুখ।