দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় ঐতিহ্যবাহী শিশু শিক্ষা নিকেতন ইক্করা চাইল্ড ও মাদ্রাসায় দিনব্যাপি বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ ই ফ্রেরুয়ারী) বেলা ১২ টার দিকে সরকারি পাইলট হাইস্কুল মাঠে শিশুরা বিভিন্ন ক্রীড়া প্রতিযোগীতায় অংশ গ্রহন করে। খেলা শেষে পুরস্কার বিতরণ ও চড়ুইভাতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর।

প্রতিষ্ঠানের সভাপতি বিশিষ্ট ওয়াজিয়ান মুহাদ্দিস মাওলানা আমিরুল ইসলাম বিলালীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত প্রফেসর আব্দুর রজ্জাক, ক্রীড়া ব্যক্তিত্ব জাহিদুর রহমান খান চৌধুরী, সহকারী অধ্যাপক মোঃ আল মামুন, প্রধান শিক্ষক রেহেনা পারভিন, ক্রীড়া ব্যক্তিত্ব রমজান আহমেদসহ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় ৪২ টি খেলা অনুষ্ঠিত হয়। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শিক্ষক মোঃ ইমরান হোসেন। দুপুরে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত চড়ুইভাতিতে শিশু শিক্ষার্থীসহ সকল অতিথিবৃন্দ অংশগ্রহন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *