কলারোয়া প্রতিনিধি : কলারোয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও যুবদলের সাবেক সভাপতি শেখ আব্দুল কাদের বাচ্চু সমাজের আলো নামক অনিবন্ধিত একটি ফেসবুক নিউজ পোর্টালের বিষয়ে ভিন্নমত পোষণ করে বিবৃতি দিয়েছেন।

বুধবার(৯এপ্রিল) সন্ধ্যায় বিবৃতিতে প্রকাশিত ভিডিও প্রতিবেদনের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে তিনি বলেন, সমাজের আলো নামক অনিবন্ধিত অনলাইন পত্রিকার কথিত সম্পাদক ও প্রকাশক ইয়ারব হোসেনের ফেসবুক পেইজে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন প্রতিবেদনটি তাঁর দৃষ্টিগোচর হয়েছে। লিখিত বিবৃতিতে তিনি জানান, প্রতিবেদনে তাঁর ৩টি বাড়িও অঢেল সম্পদের কাল্পনিক, আজগুবি গল্প সাজানো হয়েছে।

শেখ আব্দুল কাদের বাচ্চু জানান, প্রকৃত সত্য হলো, দীর্ঘ ১২/১৩ বছর পূর্বে যখন আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল তখন তাদের প্রায় ৫বিঘা পৈত্রিক ভিটার উপর তুলসীডাঙ্গা মডেল হাইস্কুলের পাশে থাকা তাঁর একটি জমি বিক্রি করে তিনি একতলা একটি বাড়ি নির্মাণ করেন। যেটির কাজ এখনো চলমান। প্রতিবেদনে তাঁর যে ৩টি বিলাসবহুল বাড়ির উল্লেখ করা হয়েছে, সেটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তিনি বলেন, আমার নির্মাণাধীন বাড়িটি ছাড়া অন্য ২টি বাড়ির একটি আমার বাবার। যেটি নির্মিত হয় ১৯৭৫ সালে। তখন আমার বয়স মাত্র ৫ বছর।

অন্য বাড়িটি আমার চাচার। আমার চাচা সরকারি কৃষি ব্যাংক কর্মকর্তা হিসাবে অবসরে যাওয়ার পর নির্মাণ করেন। যেখানে প্রত্যেকেই আলাদাভাবে বসবাস করেন। এছাড়া তাঁকে চাঁদাবাজ ও সন্ত্রাসী হিসাবে প্রচার করা হয়েছে, যা মোটেও সত্য নয়। তাঁর রাজনৈতিক জীবনে সুদীর্ঘ ১৫/১৬ বছর বিরোধী রাজনৈতিক দলের নেতা হিসাবে আওয়ামী লীগ সরকারের সাজানো নাশকতা মামলা ছাড়া কেউ কখনো চাঁদাবাজ, দখলবাজ ও সন্ত্রাসের অভিযোগ করেনি বা করতে পারেনি। শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলার বিষয়টি মিথ্যা সাজানো মামলা হওয়ায় ইতিমধ্যে সেটি থেকেও আসামিরা বিজ্ঞ আদালত থেকে জামিনে মুক্ত হয়েছেন। শেখ আব্দুল কাদের বাচ্চু তাঁর নামে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রচারের জন্য কথিত সাংবাদিক ইয়ারবের কঠিন শাস্তি দাবি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *