দীপক শেঠ, কলারোয়া : সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী দল( বিএনপি)’র ঘোষিত আহবায়ক কমিটির নব নির্বাচিত যুগ্ম আহবায়ক গাজী আখতারুল ইসলামকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে। পৌরসভাধীন গদখালী যুব উন্নয়ন সংঘের আয়োজনে সোমবার(৩ ফেব্রুয়ারী) সন্ধ্যায় ওই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই কলারোয়া উপজেলা ছাত্র দলের সাবেক সংগ্রামী সভাপতি ও উপজেলা বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক সাবেক পৌর মেয়র সদ্য নির্বাচিত জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক গাজী আখতারুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করা হয়।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপি’র নব নির্বাচিত যুগ্ম আহবায়ক গাজী আখতারুল ইসলাম কেন্দ্রীয় বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদন্তে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি দলীয়ভাবে অর্পিত দায়িত্বকে চ্যালেন্জ হিসাবে গ্রহন করে আগামীদিন জেলাব্যাপি সংগঠনকে আরো শক্তিশালী করতে দৃড় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা- কর্মীদের সহযোগীতা কামনা করে দোয়া প্রার্থনা করেন।
গদখালী যুব উন্নয়ন সংঘের সভাপতি সাবেক ছাত্রদল নেতা রবিউল ইসলাম রবির সভাপতিত্বে অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংঘের সহ সভাপতি মোরশেদুজ্জামান, ইয়ানুর হাসান, সাধারন সম্পাদক জাকির হোসেন, কর্মকর্তা আসাদুজ্জামান সহ ক্লাবের সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ। এদিকে, অনুরুপভাবে উপজেলার বিভিন্ন সামাজিক ও পেশাজীবি সংগঠনের পক্ষ থেকে নব নির্বাচিত জেলা আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক সদ্য কারামুক্ত নেতা সাবেক পৌর মেয়র গাজী আখতারুল ইসলামকে অভিনন্দন ও সংবর্ধনা জানানো হয়েছে বলে জানা যায়।