দীপক শেঠ, কলারোয়া : কলারোয়া আলিয়া মাদ্রাসায় গুণিজন সংবর্ধনা ও সূধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দূর্নীতি দমন কমিশনের পরিচালক(স্পেশাল ইনভেস্টিগেশন-২) ড. খান মো: মিজানুল ইসলাম সেলিমকে মাদ্রাসার পক্ষ থেকে সংবর্ধিত করা হয়। শনিবার( ১৮ জানুয়ারী) বিকাল ৩ টায় মাদ্রাসা হলরুমে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়ার কৃতি সন্তান দূর্নীতি দমন কমিশনের পরিচালক( স্পেশাল ইনভেস্টিগেশন-২) ড. খান মোঃ মিজানুল ইসলাম সেলিম।
মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আহমাদ আলীর সভাপতিত্ত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মুহাঃ আইয়ুব আলী, অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল মজিদ, অধ্যক্ষ আশফাকুর রহমান বিপু, বিএনপি নেতা ইয়াছিন আলী, তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাবের সভাপতি খান মোঃ সাফায়েতুল ইসলাম সোহাগ, অবসরপ্রাপ্ত শিক্ষক আঃ গফফার, সহকারী অধ্যাপক আল মামুন, অবসরপ্রাপ্ত অগ্রনী ব্যাংক ডি,জি,এম মোঃ সিরাজুল হক, সহকারী অধ্যাপক মহিদুর রহমান, বিশিষ্ট সমাজসেবক আঃ গফুর খোকন, মনিরুল ইসলাম, শহিদুল ইসলাম, সিরাজুল ইসলামসহ সূধিবৃন্দ।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মাও তৌহিদুর রহমান ও শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন। প্রধান অতিথির বক্তব্যে ড. খান মিজানুল ইসলাম সেলিম মাদ্রাসার সার্বিক উন্নয়ন কল্পে সহযোগিতার আশ্বাস প্রদান করে মাদ্রাসাটি দেশ সেরা মাদ্রাসায় পরিচিতি লাভ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি একাডেমিক ডিগ্রি অর্জনে ইসলামী আইন বিষয়ক চিন্তা ও গবেষণার আলোকে অর্জিত একটি “থিসিস বই” মাদ্রাসায় উপহার প্রদান করেন। সব শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠানটি পরিচালনা করেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মুহাঃ আইয়ুব আলী। এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথি দুদক’র পরিচালক(স্পেশাল ইনভেস্টিগেশন-২) ড. খান মো: মিজানুল ইসলাম সেলিমকে ফুলেল শুভেচ্ছা ও সন্মাননা স্মারক সহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করে সংবর্ধিত করা হয়।