দীপক শেঠ, কলারোয়া : কলারোয়া সীমান্তে বিজিবি সদস্যরা পৃথক পৃথক অভিযান চালিয়ে ৬ লাখ ২০ হাজার টাকা মূল্যের বিভিন্ন ভারতীয় মালামাল উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে বিজিবি কাউকে আটক করতে পারেনি।

সাতক্ষীরা- ৩৩ বিজিবি ব্যাটলিয়ন সূত্রে জানা যায়, শুক্রবার(৭ মার্চ) কলারোয়া সীমান্ত এলাকা তলুইগাছা বিওপি ক্যাম্পের বিজিবি জোয়ানরা অভিযান চালিয়ে চারাবাড়ী ও নটিজঙ্গল এলাকা থেকে ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ ও কাকডাঙ্গা বিওপির বিজিবি সদস্যদের অভিযানে রাজ্জাকের মোড় এলাকা থেকে ৩ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ উদ্ধার করা হয়। এ দিকে হিজলদী বিওপির সদস্যরা অভিযান চালিয়ে আমবাগান এলাকা থেকে ৬০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ী উদ্ধার করেন।

ভারতীয় মালামাল উদ্ধারের ঘটনায় বিজিবি কোন চোরাকারবারীকে আটক করতে সক্ষম হয়নি। সাতক্ষীরা-৩৩ বিজিবি ব্যাটলিয়নের লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশরাফুল হক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান উদ্ধারকৃত মালামাল সাতক্ষীরা কাস্টম অফিসে জমা প্রদান করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *