দীপক শেঠ, কলারোয়া: কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে লক্ষাধিক টাকার ভারতীয় শাড়ি ও বোরকা জব্দ করেছে বিজিবি। মঙ্গলবার (১৫ এপ্রিল) কাকডাঙ্গা বিওপির পৃথক তিনটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৩/৩ এস এর ৪, ৫ ও ৬ আরবি হতে আনুমানিক ১৫০-২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন কেঁড়াগাছি ও কাঠালতলা নামক স্থান হতে ১ ১ লাখ ২৩ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও বোরকা আটক করে।
এছাড়া তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩ এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তেতুলবাড়ি নামক স্থান হতে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ আটক করে। সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক  লে. কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি,জি স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তি মারফত এ তথ্য সাংবাদিকদের নিশ্চিত করা হয়। বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় পণ্যসামগ্রী সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *