হাফিজুর রহমান শিমুল : সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা কৃষকদলের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪’তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এবং তার রুহের মাগফেরাত কামনায় সাতক্ষীরা ০৩ আসনের সুবিধা বঞ্চিত মানুষের মাঝে বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ মে) বিকেলে, উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নলতা ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য মাস্টার শাহিনুর রহমান এর সভাপতিত্বে ও সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য গাজী মোকলেছুর রহমানের সঞ্চালনায়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, আইইবি ঢাকা সেন্টার এর কাউন্সিল মেম্বার, জিয়াউর রহমান ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর ইঞ্জিনিয়ার মো: আইয়ুব হোসেন (মুকুল)। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা কৃষকদলের আহবায়ক রোকনুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কালিগঞ্জ উপজেলা জাসাস এর সিনিঃযুগ্ন আহ্বায়ক শাহাজান আলী মোড়ল,যুগ্ম আহ্বায়ক তাসকিন আহমেদ, কালিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কাজী শরিফুল ইসলাম,সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য আবুল কালাম আজাদ, কালিগঞ্জ উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন,ইদ্রিস আলী, কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শফিউল আলম মিলন; নলতা ইউনিয়ন কৃষকদলের আহবায়ক আশরাফুল ইসলাম ওসমান; নলতা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব হাবিবুল ইসলাম; ভাড়াশিমলা ইউনিয়ন কৃষকদলের আহবায়ক রমজান আলী; নলতা ইউনিয়ন জাসাসের আহবায়ক মো: আরিফুল ইসলাম, সদস্য সচিব আসাদুজ্জামান, তারালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক গোলাম হোসেন,কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের জাকির হোসেন, ওমর ফারুক প্রমুখ। বস্ত্র বিতরণ কর্মসূচিতে বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, দেশপ্রেম, এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদানের কথা স্মরণ করেন।
তাঁরা বলেন, জিয়াউর রহমানের আদর্শ ও নেতৃত্ব আজও দেশের গণতন্ত্র ও স্বাধীনতার জন্য প্রাসঙ্গিক।উল্লেখ্য, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনাসদস্যের হাতে শাহাদাৎ বরণ করেন। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি ও এর অঙ্গসংগঠনসমূহ দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করে থাকে।