হাফিজুর রহমান শিমুল : সাতক্ষীরা- ৪ আসনের সাবেক এমপি, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহাদাৎ হোসেনের জ্যেষ্ঠ পুত্র, জাহাঙ্গীরনগর বিশ্ব বিদ্যালয়ের আল বেরুনী হল শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আখতারুজ্জামান বাপ্পি কালিগঞ্জের ঐতিহ্যবাহী মোজাহার মেমোরিয়াল মাাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মনোনিত হয়েছেন।
কামিটির খন্যান্যরা হলেন বিদ্যালয়ের সাধারণ শিক্ষক প্রতিনিধি মোঃ মিজানুর রহমান, অভিভাবক সদস্য প্রতিনিধি মোঃ মনিরুল ইসলাম ও সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের বিদ্যালয় পরিদর্শক ড. মোঃ কামরুজ্জামান এর স্বাক্ষরিত আগামী ৬ মাসের জন্য ৪ সদস্যের এডহক কমিটি বিদ্যালয়ের সার্বিক বিষয় পরিচালনা করবেন।