তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালায় উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে যাকাত ও ওশর শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ মার্চ) দুপুর ২ টায় উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোওলানা মফিদুল্লাহ’র সভাপতিত্বে ও সেক্রেটারী অধ্যাপক ইদ্রিস আলী’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডাঃ মাহমুদুল হক, জেলা টিম সদস্য ডাঃ আবতাব উদ্দীন, উপজেলা নায়েবে আমীর মাওঃ মাছুম বিল্লাহ, ইসলামকাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাঃ গোলাম ফারুক, মাগুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আয়ুব আলী প্রমুখ।