মাহমুদুল হাসান শাওন: দেবহাটা উপজেলার ৫টি ইউনিয়ন ও অভ্যন্তরীণ ৪৫টি ওয়ার্ড ইউনিটে সদ্য অনুমোদিত কমিটি একতরফা আখ্যা দিয়ে মশাল মিছিল করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতাকর্মীরা। শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার প্রাণকেন্দ্র পারুলিয়াতে ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক বাবুর নেতৃত্বে এ মশাল মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিল শেষে পথসভায় বিএনপি নেতা গোলাম ফারুক বাবু বলেন, তৃনমূল বিএনপির নেতাকর্মীদের মতামত বা প্রত্যাশাকে প্রাধান্য না দিয়ে উপজেলা বিএনপির বর্তমান সদস্য সচিব মো. মহিউদ্দিন সিদ্দিকী তার পছন্দের লোকজনকে অন্তর্ভূক্ত করে এসব কমিটি গঠন করেছেন। সদ্য অনুমোদিত এসকল কমিটি প্রত্যাখান করে বাতিলের দাবি জানান গোলাম ফারুক বাবু। অবিলম্বে এসব কমিটি বাতিল না করা হলে সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকীকে রাজপথে প্রতিরোধ ও প্রতিহতের হুশিয়ারিও দেন তিনি। এসময় মহিউদ্দিন সিদ্দিকীকে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য ও স্লোগান দিতে দেখা যায় গোলাম ফারুক বাবু এবং তার কর্মী-সমর্থকদের।

এদিকে, গোলাম ফারুক বাবুর এসব অভিযোগকে ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন বিএনপির বর্তমান সদস্য সচিব, সাবেক ডাকসু ভিপি ও সাতক্ষীরা-০৩ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মো. মহিউদ্দিন সিদ্দিকী। মশাল মিছিল পরবর্তী এসকল অভিযোগের বিষয়ে মুঠোফোনে তার কাছে জারতে চাইলে তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় মহিউদ্দিন সিদ্দিকী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্দেশনা ও জেলার শীর্ষ নেতাদের পরামর্শক্রমে সংগঠনকে গতিশীল করতে উপজেলার সবক’টি ইউনিটে নতুন কমিটি গঠনের কার্যক্রম চলমান রয়েছে।

সেজন্য বর্তমান উপজেলা কমিটির যুগ্ম আহবায়কদের সমন্বয়ে একটি কমিটিও গঠন করে দেয়া হয়। তৃনমূলে সংগঠনকে শক্তিশালি করতে উক্ত কমিটির সুপারিশকৃত ৪৫টি ওয়ার্ড শাখায় নতুন কমিটি অনুমোদন করা হয়েছে এবং একে এক ৫টি ইউনিয়নেও কমিটি অনুমোদন করা হচ্ছে। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডে লিপ্তদের বাদ দিয়ে এসব ইউনিটের নতুন নেতৃত্বে দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীদের স্থান দেয়া হচ্ছে। যা দীর্ঘদিনের বিতর্কিত কর্মকান্ডে কোনঠাসা হয়ে পড়া গোলাম ফারুক বাবু সহ কতিপয় নেতারা মেনে নিতে পারছেননা।

মহিউদ্দিন সিদ্দিকী আরও বলেন, তাদের আয়োজিত মশাল মিছিলে বর্তমান উপজেলা বিএনপির আহবায়ক কমিটির কোন দায়িত্বশীল ব্যক্তি অংশগ্রহণ করেনি। গোলাম ফারুক বাবু বিগত কয়েকবছর আওয়ামী লীগের ছত্রছায়ায় থেকে দলীয় নির্দেশ অমান্য করে ইউপি নির্বাচনে অংশগ্রহণ করেন এবং চেয়ারম্যান নির্বাচিত হন। তার আরেক সহযোগী নওয়াপাড়ার সাবেক ইউপি চেয়ারম্যান রেজাউল করিম ২০১৬ সালে স্বেচ্ছায় বিএনপির রাজনীতি থেকে অবসর গ্রহণ করেন। অথচ আওয়ামী লীগ সরকার পতনের পর তারাই আবার মাথাচাড়া দিয়ে দলের নেতাকর্মীদের মাঝে গ্রুপিং সৃষ্টি করেছেন। তাদের ইন্ধনে ৫ আগস্টের পর উপজেলার বিভিন্ন স্থানে চাঁদাবাজি ও মৎস্যঘের-সরকারি জমি-হাটবাজার দখল, ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুরসহ নানা সন্ত্রাসী কর্মকান্ড সংঘটিত হয়েছে, যাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সুনাম ও ঐতিহ্য হুমকির মুখে পড়েছে বলেও অভিযোগ করেন মহিউদ্দিন সিদ্দিকী।

শনিবার রাতের মশাল মিছিলে নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা রেজাউল করিম, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, উপজেলা যুবদলের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুর রাজ্জাক, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এবাদুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাবিব মন্টু, সাবেক যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম ছোট, উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক শাফায়েত হোসেন বাচ্চু, কুলিয়ার সিনিয়র বিএনপি নেতা হামিদুল হক শামীম, পারুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর হোসেন পল্টু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফরহাদ হোসেন সবুজ, সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজ ছাত্রদলের আহবায়ক নাজমুল হুদা রন্টিসহ বিএনপি ও অন্যান্য সহযোগী সংগঠনের কয়েক’শ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে আধিপত্য বিস্তার ও কমিটি গঠন নিয়ে উত্তপ্ত হয়ে আছে দেবহাটা উপজেলা বিএনপির রাজনৈতিক অঙ্গণ। দু’পক্ষের পাল্টা-পাল্টি বক্তব্য ও রাজনৈতিক কর্মসূচিতে দিশেহারা হয়ে পড়েছে দলটির তৃনমূলের নেতাকর্মীরা। সবশেষ গত বুধবার (৩০ জানুয়ারি) নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে দু’পক্ষের পাল্টা-পাল্টি কর্মসূচি ঘোষণায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করেছিল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *