খুলনা, মাঘ ২৭ (১০ ফেব্রুয়ারি) : তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্য সামনে রেখে খুলনায় তিনদিন ব্যাপী বহুমুখী পাটজাত পণ্য মেলার উদ্বোধন অনুষ্ঠান আজ (সোমবার) বিকেলে নগরীর শিববাড়ি মোড়ে অবস্থিত বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) আঞ্চলিক কার্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়। বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এ মেলার উদ্বোধন করেন।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা বলেন, পাটের সম্ভাবনা কাজে লাগাতে পাট পণ্যের বহুমুখীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা বিভিন্ন জায়গায় বৈচিত্র্যময় পাট মেলার আয়োজন করছি। আমাদের মূল কাজ ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসা ও উদ্যোগকে সফল করতে দেশে-বিদেশে মেলা আয়োজন করা, প্রশিক্ষণ দেওয়া এবং পাটপণ্য তৈরির কাঁচামাল সহজলভ্য ও সুলভ করা। পাটপণ্য মেলা আয়োজনের মাধ্যমে উদ্যোক্তা ও পাটপণ্য ব্যবহারকারীদের মধ্যে আইডিয়া আদান প্রদান ঘটে। তিনি আরও বলেন, মানসম্মত পাটপণ্যের নান্দনিক বৈশিষ্ট্য এবং প্রাসঙ্গিক প্রয়োজনীয় যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার এর সমন্বয় করে স্বকীয়তাসম্পন্ন পণ্য উদ্ভাবন করা দরকার। যা বিকল্প পণ্য নয় বরং স্বকীয়পণ্য হিসাবে ব্যবহারিক পণ্যে রূপান্তরের মাধ্যমে পাটের মূল্য সংযোজন হয় ও ব্যবসার নতুন সুযোগ সৃষ্টি করে। সেই সুযোগটা আমরা ব্যবহার করতে চাই। পাটের যে স্বর্ণ যুগ ছিল তা আমরা ফিরিয়ে আনতে চাই।

খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন পাট অধিদপ্তরের মহাপরিচালক জিনাত আরা, খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার আবু রায়হান মোহাম্মদ সালেহ ও জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। খুলনা জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় পাট অধিদপ্তর ও জেডিপিসি যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানের শুরুতে বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং উদ্যোক্তাদের সাথে পাটপণ্যের সম্ভাবনা নিয়ে কথা বলেন। উল্লেখ্য, এবারের বহুমুখী পাটপণ্য মেলায় ৩০টি স্টল রয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত মেলা সকলের জন্য উন্মুক্ত থাকবে।
এর আগে উপদেষ্টা খুলনার লবণচরায় টেক্সটাইল ইন্সটিটিউট এবং খুলনা টেক্সটাইল ভোকেশনাল ইন্সটিটিউট পরিদর্শন করেন। সূত্র-পিআইডি খুলনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *