নিজস্ব প্রতিনিধি : বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সকল মামলা থেকে অব্যাহতি উপলক্ষে সাতক্ষীরা শহরে ছাত্রদলের পক্ষ থেকে দুঃস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। রবিবার বেলা ৩টায় সাতক্ষীরা শহরের হাটের মোড় এলাকায় সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক মনজুরুল আলম বাপ্পীর উদ্যোগে অসহায় ও দুঃস্থদের মাঝে এ ঈদসামগ্রী বিতরন করা হয়।
এ ব্যাপারে ছাত্রদল নেতা মনজুরুল আলম বাপ্পী বলেন, জননেতা তারেক রহমানের নির্দেশে ছিন্নমূল মানুষের মাঝে এই ঈদসামগ্রী বিতরন করা হয়েছে। এগুলো পেয়ে মানুষ অনেক খুশী হয়েছে। জনহিতকর এসব কার্যক্রম আমরা অব্যহত রাখার চেষ্টা করবো।