নিজস্ব প্রতিনিধি : নিত্যপ্রয়োজনীয় পন্যের মূল্য বৃদ্ধি, আইনশৃংখলার অবনতি ও নির্বাচনী রোডম্যাপ ঘোষনা সহ বিভিন্ন জনদাবিতে ২৫ ফেব্রুয়ারি সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বিএনপির জনসভা সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে শহরের আমতলায় জেলা বিএনপির উদ্যোগে এই আয়োজন করা হয়।

প্রস্তুতি সভায় সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহবায়ক রহমতউল্লাহ পলাশ। এছাড়া আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, তাজকিন আহমেদ চিশতী, ড. মনিরুজ্জামান, মো: আখতারুল ইসলাম।

এছাড়াও জেলা, উপজেলা, থানা ও ইউনিয়ন বিএনপি’র বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  সভায় বক্তারা রাষ্ট্রে পতিত ফ্যাসীবাদের নানা চক্রান্ত মোকাবেলা সহ কয়েকটি দাবিতে বিএনপির জনসমাবেশ সফল করার উদ্দেশ্যে কর্মীদের বার্তা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *