নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ভোমরা সীমান্ত থেকে ফেনন্সিডিলের বিকল্প ভয়ংকর মাদক ৫০ বোতল উইনস্ রেক্স সহ এক যুবক আটক হয়েছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে নটারদিকে সদরের ভোমরা সীমান্তের শাখরা গুচ্ছ গ্রামের মোড়ে এআটকের ঘটনা ঘটে। আটককৃত যুবকের নাম মোঃ রাসেল হোসেন (২৪)। সে পার্শ্ববর্তী হাড়দ্দাহ দক্ষিণপাড়া এলাকার মোঃ আইয়ুব হোসেন গাজী’র ছেলে।
সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ওসি মোঃ নিজাম উদ্দীন মোল্লা জানান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম এর দিকনির্দেশনায় গোয়েন্দা পুলিশের এসআই পিন্টু লাল দাস সঙ্গীয় ফোর্স এর সহায়তায় ভোমরা সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ভারত থেকে চোরাপথে আসা ফেনন্সিডিলের বিকল্প মাদক ৫০ বোতল উইনস্ রেক্স (WINCEREX Cough Syrup) সহ এক চোরাকারবারিকে আটক করে। উল্লেখিত ঘটনায় সাতক্ষীরা থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।