শেখ আরিফুল ইসলাম আশা : সাতক্ষীরার কলারোয়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি রৌপ্য গহনাসহ এক চোরাকারবারিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার সকাল ১০টার দিকে সাতক্ষীরা কলারোয়ার দক্ষিন সোনাবাড়ীয়া সীমন্ত এলাকায় এআটকের ঘটনা ঘটে।

আটককৃত চোরাকারবারির নাম মোঃ মোশারফ হোসেন (৪২)। তিনি কলারোয়ার উপজেলার উত্তর ভাদিয়ালী গ্রামের মৃত ফজলু সরদার এর ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ওসি মোঃ নিজাম উদ্দীন মোল্লা জানান, আমার নেতৃত্বে ও পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম এর সার্বিক দিক-নির্দেশনায় গোয়েন্দা পুলিশের এসআই পিন্টু লাল দাস সহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় সকালে কলারোয়া সীমান্তে অভিযান পরিচালনা করি। অভিযানে ভারত থেকে চোরাপথে আসা ৫ কেজি রৌপ্য গহনা পাচারের সময় এক চোরাকারবারিকে আটক করাহয়। পরবর্তীতে আটককৃতের বিরুদ্ধে উল্লেখিত ঘটনায় কলারোয়া থানায় মামলা দায়ের করা হয়েছে বলে ও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *