দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় সিসিডিবি’র যৌন শোষণ ও নির্যাতন প্রতিরোধ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার( ১৩ জানুয়ারি) সকাল ১০ টায় কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল অডিটোরিয়ামে দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

সামাজিক উন্নয়ন সংস্থা’ কার্ক ইন এ্যাক্সির অর্থায়নে খ্রীষ্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ এর বাস্তবায়নে ক্রিয়েটিং ইয়ুথ এমপ্লয়মেন্ট এন্ড চাইল্ড প্রটেকশন প্রকল্পের আয়োজনে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের কারিগরি সহযোগিতায় বেকার যুব সমাজের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান কল্পে ওই প্রশিক্ষণ দেয়া হয়।

প্রকল্পটির প্রকল্প ব্যবস্থাপক পার্থ প্রতিম সেনের সভাপতিত্বে প্রশিক্ষণে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হারুন অর রসীদ, সরকারি জি,কে,এম,কে পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শেখ তানিম আজাদ মেরিন, প্রকল্পের টেকনিক্যাল অফিসার ইকরামুল কবীর, একাউন্টস অফিসার রিচার্ড অধিকারী, ফিল্ড অর্গানায়জার রিপন বাড়ৈ ও সুদিপ্ত বিশ্বাসসহ সূধিবৃন্দ। প্রশিক্ষণে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৫ জন শিক্ষক- শিক্ষিকা অংশ গ্রহন করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *