দীপক শেঠ, কলারোয়া : কলারোয়া আলিয়া মাদ্রাসায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ডেপুটি রেজিষ্টার মোঃ আঃ রশিদের পরিদর্শন শেষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(৩ এপ্রিল) সকাল ১১ টায় তিনি কলারোয়া আলিয়া মাদ্রাসায় পরিদর্শনে করেন।
পরিদর্শনকারে তিনি আগামী ১০ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া দাখিল পরীক্ষার ব্যবস্থাপনার খোঁজ খবর নেন এবং সুষ্ঠভাবে ও নকলমুক্ত পরীক্ষা গ্রহনের জন্য সকল কে সহযোগিতা করার ও সতর্ক থাকার আহবান জানান। মাদ্রাসার হলরুমে মত বিনিময় করার সময় সকলের সাথে কুশল বিনিময় করেন এবং মাদ্রাসার শিক্ষা ব্যাবস্থার উপর গুরুত্বারোপ করেন। কলারোয়া আলিয়া মাদ্রাসার পক্ষ থেকে অতিথিকে ফুল দিয়ে বরণ ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কলারোয়া আলিয়া সিনিয়র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মুহাঃ আইয়ুব আলী, কেন্দ্র সচিব ও সুপার মোঃ সিরাজুল ইসলাম, আবু ইউসুফ, আঃ সাত্তার, আঃ আলতাফ হোসেন, আঃ মোনায়েম,মোঃ নুরুল ইসলাম, মোঃ ইদ্রিস আলী, মোঃ মতিউর রহমান, মোঃ মুজিবুর রহমান, ভাইস প্রিন্সিপাল আঃ মালেক, সহ সুপার মোঃ আয়নুদ্দীন, মোঃ শফিউল আজম, সহকারী শিক্ষক মোঃ আমিনুর রহমান, মোঃ হুমায়ুন রেজা,মোঃ মনিরুজ্জামান, ও শেখ শাহাজাহান আলী শাহিন।
উল্লেখ্য, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ডেপুটি রেজিস্ট্রার আঃ রশিদ কলারোয়া উপজেলার কামারালি গ্রামের কৃতি সন্তান।