নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউপি চেয়ারম্যানের সীল সহি জাল করে জাল ওয়ারেশ কায়েমী সনদ তৈরির অভিযোগ উঠেছে একই ইউনিয়নের ফয়জুল্যাপুর গ্রামের এসএম নাসিরউদ্দিন লিটনের বিরুদ্ধে। এ বিষয়ে ভিডিও বক্তব্য দেওয়ায় এবার ফিংড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো. লুৎফর রহমানের বিরুদ্ধে নানান ষড়যন্ত্র ও অপপ্রচার শুরু করার অভিযোগ উঠেছে। একটি ভিডিয়ো বক্তব্যে ফিংড়ির চেয়ারম্যানকে ফাঁসাতে গিয়ে তিনি পুলিশ প্রশাসনকেও বিপাকে ফেলার চেষ্টা চালিয়ে যাচ্ছে নাসিরউদ্দিন লিটন।
ফিংড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো. লুৎফর রহমান জানান, গত ০২-০২-২৫ তারিখে ফয়জুল্যাপুর গ্রামের মৃত এসএম আশরাফউদ্দিনের পুত্র প্রয়াত ঠিকাদার এমএকে হেলাল উদ্দিনের সমূদয় স্থাবর অস্থাবর সম্পত্তি তার বিধবা স্ত্রী সাহিদা আনসারী রুমি এবং এতিম শিশু কন্যা হুমায়রা আফিয়া রুহিকে না দিয়ে আত্মসাৎ করার জন্য আমার সিল সহি জাল করে একটি ওয়ারেশ কায়েমী সনদ তৈরি করে নাসিরউদ্দিন লিটন।
জাল ওয়ারেশ কায়েমী সনদ তৈরি করে লিটন ফিংড়ি ইউনিয়ন ভূমি অফিসে দাখিল করে তার পিতার সমুদয় সম্পত্তি তার নামে নামপত্তন করতে গিয়ে ধরা পড়ে। এ ঘটনায় গত ৭এপ্রিল ফিংড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লুৎফর রহমান সাংবাদিকদের নিকট একটি ভিডিয়ো বক্তব্য প্রদান করেন। যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করা হয়।
ভিডিও বক্তব্য প্রদানের পর থেকে এসএম নাসির উদ্দিন লিটন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমানের বিরুদ্ধেও নানান ষড়যন্ত্র ও চক্রান্ত শুরু করছে। এরই অংশ হিসেবে নাসিরুদ্দিন লিটন ফিংড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমানসহ একাধিক মেম্বরদের বিরুদ্ধে সরকার উৎখাতের কথিত ষড়যন্ত্রের অভিযোগ তুলে মনগড়া চরম মিথ্যা অপপ্রচার করছে। এ ব্যাপারে এলাকাবাসি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।