দীপক শেঠ, কলারোয়া: যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ৬ ডিসেম্বর কলারোয়া মুক্ত’ দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার(৬ ডিসেম্বর) দিবসটি পালনে গণকবরে শহীদদের স্মরণে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন ও দোয়ানুষ্ঠান শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ১১ টায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সভাপতি জহুরুল ইসলাম।
সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসর, উপজেলা বিএনপির সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ আবু বক্কার সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিন, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, জামায়াত নেতা সাবেক ইউপি চেয়ারম্যান মাস্টার শওকত আলি, পৌর জামায়াতের আমির সহকারী অধ্যাপক ইউনুস আলি বাবু, থানার অফিসার ইনচার্জ শামসুল আরেফিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রবীন্দ্রনাথ মন্ডল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রোকনুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা আমান উল্লাহ খান, মোসলেম আলি, জাহাঙ্গীর আলম, হযরত আলি, ওয়াজেদ আলি, খাদেমুল ইসলাম, শহিদুল ইসালাম, আব্দুল রউফ, আব্দুল মজিদ, আমির আলি গাজী, আফতাব সরদার, ছাকার উদ্দিন গাজী, মইনুদ্দিন, রমজান আলি, ডা. ইব্রাহিম, মোসলেম হাজরা, সাংস্কৃতিক সংগঠক শিলা রানি হালদার, কলারোয়া প্রেস ক্লাবের আহবায়ক তাওফিকুর রহমান সঞ্জু, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোশতাক আহমেদ, সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, আসাদুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাগণ, সূধি ও সাংবাদিকবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ। এর আগে সকাল ৯ টায় সরকারি পাইলট হাইস্কুল ফুটবল মাঠ সংলগ্ন গণকবরে শহীদদের প্রতি পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন ও শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়।