নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় ইন্টার হেলথ সেক্টর ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (১২ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৮ টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক (ওনার্স) এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে এ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক (ওনার্স) এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন এবং বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক (ওনার্স) এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা। উদ্বোধনী খেলায় স্পন্দন ডায়াগনস্টিক সেন্টার বনাম সংগ্রাম হাসপাতাল লিমিটেড অংশ নেয়। এসময় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ- সভাপতি আ ম আখতারুজ্জামান মুকুল।

এসময় উপস্থিত ছিলেন ওনার্স এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার যুগ্ন সম্পাদক মো. আবুল খায়ের, কোষাধ্যক্ষ বিধান চন্দ্র মন্ডল, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, দপ্তর সম্পাদক মো. শাহিনুর রহমান শাহিন, প্রচার সম্পাদক সি এম নাজমুল ইসলাম, মো. ফজলুর রহমান প্রমুখ। ক্রিকেট টুর্নামেন্টে মোট ২০টি দল অংশ নিচ্ছে।

খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন, সাইফুল বাপী ও আসিফ কবির হিরণ। এ সময় বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক (ওনার্স) অ্যাসোসিয়েশনের সদস্য ও বিভিন্ন হাসপাতাল ক্লিনিকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ধারাভাষ্যকার আব্দুল্লাহ শেখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *