নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা রোভার স্কাউটস এর ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। ৮ ফেব্রুয়ারি বেলা ১২ টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) বিষ্ণুপদ পাল এর সভাপতিত্বে অতিথি ছিলেন খুলনা বিভাগীয় রোভার নেতা প্রতিনিধি শরীফ উদ্দীন। বাংলাদেশ স্কাউটস এর সহকারী পরিচালক দয়াময় হালদারের সঞ্চলনায় বক্তব্য রাখেন লিডার ট্রেনার মোঃ মনিরুজ্জামান, জিল্লুর রহমান, এডহক কমিটির সদস্য এ এস এম আব্দুর রশিদ, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

কাউন্সিলে বিনাপ্রতিদ্বিন্দ্বীতায় সহ সভাপতি পদে দিবা নৈশ কলেজের অধ্যক্ষ এ কে এম শফিকুজ্জামান, কমিশনার পদে ছফরুন্নেছা মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ রেজাউল করিম, কোষাধ্যক্ষ পদে ভালুকা চাঁদপুর ডিগ্রি কলেজের রোভার স্কাউট নেতা কাজী আব্দুস সবুর, সম্পাদক পদে সরকারি খান বাহাদুর আহসান উল্ল্যাহ কলেজের রোভার স্কাউট নেতা মোঃ আবু তালেব, যুগ্ম সম্পাদক পদে স্বপ্নসিড়ি মুক্ত রোভার স্কাউট গ্রুপের রোভার নেতা মৌসুমি মৌমিতা বর্ণা, গ্রুপ কমিটির সভাপতি প্রতিনিধি পদে আবুল বাশার পল্টু নির্বাচিত হন। কমিটির বাকীপদগুলো প্রথম সভায় পূরণ করা হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *