দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় ৫৩তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার(৫ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে সরকারি পাইলট হাইস্কুল মাঠে তিনদিন ব্যাপী ৫৩তম জাতীয় শীতকালীন ক্রীড়া ক্রীড়া প্রতিযোগীতা শেষে টুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলাম।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদীনের সভাপতিত্বে সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কলারোয়া আলিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোঃ আহমেদ আলী, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ হারুন অর রশিদ মোল্লা, উপজেলা একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আসাদুজ্জামান, প্রধান শিক্ষক রুহুল আমিন, প্রধান শিক্ষক আকতার আসাদুজ্জামান, প্রধান শিক্ষক ওয়ায়েস আলী সিদ্দীক, ইসরাইল হোসেন, শহিদুল ইসলাম, মুনছুর আলী, আঃ ওয়াদুদ, আঃ সালামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষকগণ ও ক্রীড়াপ্রেমী দর্শকবৃন্দ।

খেলা গুলি পরিচালনা করেন মাসউদ পারভেজ মিলন, তজিবর রহমান, আঃ গফুর, আঃ মান্নান, শফিকুল ইসলাম, স্বপন চৌধুরী, আবুল কালাম আজাদ, সিরাজুল ইসলাম, শেখ সেলিম, আজিজুর রহমান, মাহফুজা খানম। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন। খেলায় বিজয়ী চ্যাম্পিয়ান দলকে ও রানার আপ দলকে পুরস্কৃত করা হয়। খেলায় সাইক্লিং এ প্রথম স্থান অর্জনকারী খোর্দ্দ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের রিয়াদ খান, ব্যাডমিন্টন (বালিকা) চ্যাম্পিয়ান চন্দনপুর মাধ্যমিক বিদ্যালয় ও রানারআপ কলারোয়া গালর্স পাইলট হাইস্কুল, ব্যাডমিন্টন (বালিক) চ্যাম্পিয়ন দেয়াড়া মাধ্যমিক বিদ্যালয় ও রানারআপ চন্দনপুর মাধ্যমিক বিদ্যালয়, ভলিবলে ( বালিকা) চ্যাম্পিয়ান কয়লা মাধ্যমিক বিদ্যালয় ও রানারআপ কাজীরহাট বালিকা বিদ্যালয় ভলিবল (বালক) চ্যাম্পিয়ান কে সি জি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় ও রানারআপ কে এল মাধ্যমিক বিদ্যালয় এবং ক্রিকেট ( বালিকা) চ্যাম্পিয়ান কাজীরহাট গালর্স হাইস্কুল ও রানারআপ কয়লা মাধ্যমিক বিদ্যালয় এবং ক্রিকেট (বালক) চ্যাম্পিয়ন কলারোয়া সরকারি জি,কে,এম,কে পাইলট হাইস্কুল ও রানারআপ খোর্দ্দ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় এবং ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন কলারোয়া সরকারি হাইস্কুলের তূর্য।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *